অ্যাটর্নি জেনারেলের পর অভিবাসন ও শুল্ক বিভাগের প্রধান বরখাস্ত

11পপুলার২৪নিউজ ডেস্ক:
অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসের পর অভিবাসন ও শুল্ক কার্যকর বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড্যানিয়েল রাসদেলকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বদলে সোমবার থমাস হোম্যানকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।
ড্যানিয়েলকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ দেয়া হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি জানায়, ড্যানিয়েল রাসদেলকে কি কারণে সরিয়ে দেয়া হয়েছে তার কারণ জানানো হয়নি। ওবামার আমলে নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বরখাস্ত করার এক ঘণ্টার মাথায় ড্যানিয়েলকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী জন কেলি এক বিবৃতিতে বলেন, ড্যানিয়েলের স্থলাভিষিক্ত থমাস হোম্যান জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিবাসন নীতি কার্যকরে ভূমিকা রাখবেন। এর আগে অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তোলায় অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বরখাস্ত করেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় আম্পায়ার অদক্ষ: মরগ্যান
পরবর্তী নিবন্ধবর্ষসেরা মোস্তাফিজ