পপুলার২৪ নিউজ,জেলা প্রতিনিধি:
অস্ত্র আইনের মামলায় ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের নির্দেশ দেন।
গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে শহরের কোর্ট রোডের বাসায় গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁর ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মেয়রের শরীরে লাগেনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা।
রাতে লিটন তালুকদারের বিরুদ্ধে ঝালকাঠি থানার এসআই কাইসার মাতুব্বর বাদী হয়ে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তর জন্য ঝালকাঠি থানার এসআই মো. ফারুক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে পুলিশ গত ২ এপ্রিল আদালতে আমিনুল ইসলাম লিটন তালুকদারের নামে অভিযোগপত্র দাখিল করে। গত ৫ এপ্রিল লিটন তালুকদার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান।
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল বলেন, আদালত ১৩ জুলাই (আজ বৃহস্পতিবার) আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। নিধারিত তারিখে আসামি হাজির হলে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন।