পপুলার২৪নিউজ ডেস্ক:
শিক্ষাঙ্গনকে সাধারণত সব ধরনের অস্ত্র, সন্ত্রাস থেকে মুক্ত রাখার চেষ্টা করা হয়। শিক্ষাঙ্গনে বন্দুক নিয়ে ঢোকার কথা তো মাথাতেই আনা যায় না। তবে নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের শিক্ষক ও শিক্ষার্থীরা এখন থেকে কলেজ ক্যাম্পাসে বন্দুক নিয়ে যেতে পারবেন। গতকাল শনিবার থেকে এই অনুমতি পেয়েছেন তাঁরা।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, কানসাসে গোপন অস্ত্র বহনসংক্রান্ত আইনের আওতায় সব সরকারি ভবনে গোপনে অস্ত্র বহনের অনুমতি ছিল নাগরিকদের। চার বছর আগেই এ–সংক্রান্ত আইন পাস হয়। তবে কলেজগুলোর জন্য এই আইন চলতি জুলাই থেকে কার্যকর করার কথা হয়। সেই হিসাবে গতকাল থেকে কলেজে এই আইন কার্যকর হতে শুরু হয়েছে।
মূলত, সাম্প্রতিক সময়ে সম্ভাব্য বন্দুকধারীদের হামলার আশঙ্কায় আইনটি কলেজ ক্যাম্পাসে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন আইনপ্রণেতারা। তবে কলেজ কর্তৃপক্ষ যদি ভবনের প্রবেশপথে মেটাল ডিটেক্টর চালু করতে পারে, তাহলে শিক্ষক-শিক্ষার্থীদের অস্ত্র নিয়ে প্রবেশে নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তবে ওই ব্যবস্থা বেশ ব্যয়বহুলই বলছে বেশির ভাগ কলেজ।
কানসাসের রিপাবলিকান পার্টির গভর্নর স্যাম ব্রোনব্যাক বলেন, ‘এখন বন্দুক বহনের মাধ্যমে আমরা আমাদের অধিকার এবং স্বাধীনতা সুরক্ষিত করতে পারব। নিজেদের নিরাপত্তা জোরদারেও সক্ষম হব।’ স্যাম ব্রোনব্যাক ২০১৩ সালে পাস হওয়া আইনটির প্রতি সব সময় সমর্থন দিয়ে আসছেন।
তবে গভর্নর যা–ই বলুক না কেন, এ আইন নিয়ে খুশি নন অনেক শিক্ষকই। কেউ কেউ আবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কানসাস স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ নেল বলেন, ‘আমি কর্মক্ষেত্র পরিবর্তনের চেষ্টা করছি। বন্দুকধারী শিক্ষার্থীদের আমি কোনো অবস্থাতেই পড়াতে চাই না। এটা একদম পাগলামি।’
এর আগে একই রকম আইন জারি করে আরকানসাস, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্য। তবে ক্যালিফোর্নিয়া এবং সাউথ ক্যারোলাইনাসহ ১৬টি অঙ্গরাজ্যে এখনো এই আইন পাস হয়নি।