অস্ট্রেলিয়ায় ক্যারিবীয়দের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের মহামারির প্রভাবে আরও একটি আন্তর্জাতিক সিরিজ স্থগিত করা হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর স্থগিতের পর এই সিরিজটি বাতিলের ঘোষণা আসল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে অজিদের ওয়ানডে হোম সিরিজটিও বাতিল করা হয়।

মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি বছরের অক্টোবরে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বকাপই বাতিল হয়ে যাওয়ায় সিরিজটির উদ্দেশ্য আর সফল হচ্ছে না। এ ছাড়া অস্ট্রেলিয়ায় আবার নতুন করোনা সংক্রমণ শুরু হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় ক্রিকেট বোর্ডের ঐকমত্যের ভিত্তিতেই ম্যাচগুলো বাতির করা হয়েছে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন-তারিখ আবার নির্ধারণ করা হলে সেই অনুযায়ী সিরিজটি অনুষ্ঠিত হবে বলে সি’র বিবৃতিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলাইকি অ্যাপের ‘অপু ভাই’ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাতিরঝিল লেকের পাশে গাছে ঝুলন্ত মরদেহ