অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে ফের সংশয়

পপুলার২৪নিউজ ডেস্ক:

শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফর, কিছুদিন ধরে এমন কথা শোনা যাচ্ছে। এবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নাকি একটি বার্তা দিয়ে রেখেছে যে, সফর বাতিল হতে পারে এমন প্রস্তুতি যেন নিয়ে রাখা হয়।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। তবে কাল বিসিবির সঙ্গে যোগাযোগ করে কারও বক্তব্য পাওয়া যায়নি।

যে কোনো সফরের আগে প্রথা-মাফিক নিরাপত্তা পরিদর্শক দলের পর্যবেক্ষণের রেওয়াজ আছে। সেই হিসেবেই ক্রিকেটারদের সংগঠন (সিএ) এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (এসিএ) দুই অংশের প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে সোমবার।

দুই পক্ষের আলোচনা চলছে বলেই এর মধ্যে নিরাপত্তা পরিদর্শনের কাজটি শেষ করে রাখতে চায় তারা। ক্রিকেটারদের চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে সিএ’র।

১ জুলাই থেকে বেকার হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ২৩০ ক্রিকেটার। এসিএ ও সিএ আলোচনার মাধ্যমে সমাঝোতায় পৌঁছতে অনেকদূর এগিয়েছিল। কিন্তু আবারও ভেস্তে গেল সব উদ্যোগ। নতুন করে ঝামেলায় পড়েছে সিএ। এতে আবারও নতুন করে শংকায় পড়ল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। দুটি টেস্ট খেলতে ১৮ আগস্ট ঢাকার উদ্দেশে দেশ ছাড়ার কথা স্মিথ-ওয়ার্নারদের।

সিএ’র পক্ষে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএ থেকে প্রধান অ্যালিস্টার নিকোলসনের আলোচনা কোনো ফলাফল ছাড়াই ভেস্তে গেছে। দুই পক্ষই নিজেদের দাবি নিয়ে অনড় অবস্থানে রয়েছে।

এরই মধ্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করতে হয়েছে। ঘনিয়ে আসছে বাংলাদেশ সফরের সময়। আগামী মাসের মাঝামাঝি অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা রয়েছে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সফর বাতিল হলে নাকি ভারত সফরও বাতিল হয়ে যাবে অস্ট্রেলিয়ার।

পূর্ববর্তী নিবন্ধমাথায় অস্ত্রোপচার : বাজাচ্ছিলেন গিটার
পরবর্তী নিবন্ধপ্রযোজকদের কাছে পাওনা টাকা চাইলেন আনোয়ারা