অস্ট্রেলিয়ার নাগরিকদের বেশি করে ক্যাঙ্গারুর মাংস খাওয়ার আহ্বান

পপুলার২৪নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার নাগরিকদের বেশি করে ক্যাঙ্গারুর মাংস খাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পরিবেশবিদরা।

দেশটির পরিবেশবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, সেখানকার ক্যাঙ্গারুর সংখ্যা অস্থিতিশীল পর্যায়ে চলে গেছে। আর এ কারণে অস্ট্রেলিয়ানদের বেশি করে ক্যাঙ্গারুর মাংস খাওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

সরকারি হিসাব অনুযায়ী ২০১৬ সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল ৪ কোটি ৫০ লাখ, যা দেশটির মোট জনসংখ্যার দ্বিগুণ। ২০১০ সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল ২ কোটি ৭০ লাখ, যা গত ছয় বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে।

অতিরিক্ত বৃষ্টিপাতে ক্যাঙ্গারুর খাদ্য উৎপাদন হয়েছে প্রচুর এবং এ কারণে ব্যাপকহারে ক্যাঙ্গারুর বংশবৃদ্ধি পাচ্ছে।

তবে শুষ্ক মৌসুমে খরা পরিস্থিতি তৈরি হলে লাখ লাখ ক্যাঙ্গারু মারা যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ায় পশু শিকার নিয়ে কঠোর আইন রয়েছে। পশু শিকারের বিধিনিষেধ নিয়ে প্রত্যেকটি রাজ্যে নিজস্ব আইন ও কোটা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার দূতাবাস ঘেরাওয়ে ইসলামী আন্দোলন
পরবর্তী নিবন্ধ‘বড় ছেলে’কে নিয়ে সুবর্ণা মুস্তাফার মন্তব্য