স্পোর্টস ডেস্ক :
গেল ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের ব্পিক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বলে ৪১ রান করে শিরোনাম হয়েছিলেন তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। এরপর প্রথমবারের মতো আইপিএলে এসে দর্শকদের মাতিযেছেন তিনি। ৯ ইনিংসে হাঁকিয়েছে চার ফিফটি। ২৩৪ স্ট্রাইকরেটে ব্যাট করে তুলেছেন ৩৩০ রান।
ম্যাগার্কের দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেক অস্ট্রেলিয়া ক্রিকেটের অনেক ভক্ত ভেবে রেখেছেন, বিশ্বকাপের জার্সি গায়ে দিয়েই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অভিষেক হবে ম্যাগার্কের। কিন্তু প্রথম দফায় ভ্ক্তদের পুরোপুরি হতাশ করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।
ম্যাগার্কের পরিবর্তে অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের উপরেই ভরসা রাখে অস্ট্রেলিয়া। মারকুটি ব্যাটার ট্রাভিস হেডের সঙ্গে ওয়ার্নারকেই বিশ্বকাপে ওপেনার হিসেবে বেছে নেয় বোর্ড। যে কারণে চলতি মাসের প্রথম দিনে ঘোষিত অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি তরুণ ম্যাগার্ক।
সে সময় ১৫ সদস্যের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। সময় যেহেতু হাতে আছে, তাই আরেকটু যাচাইবাছাইয়ের অপেক্ষা করছিলেন তারা। অবশেষে দুই ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
শেষ মুহূর্তে দলের সঙ্গে যুক্ত হওয়া দুই ক্রিকেটার হলেন- আলোচিত ম্যাগার্ক ও ম্যাথিউ শট।
বলা যায়, আইপিএলের পারফরম্যান্সের কারণেই অসিদের দলে জায়গা পেয়েছেন ম্যাগার্ক। যদিও এর আগে ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে ২৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। এছাড়া বিগ ব্যাশ লিগেও দারুণ খেলেছেন ডানহাতি এই তরুণ ক্রিকেটার।
অপরদিকে চলতি আইপিলের আসরে ছিলেন না শর্ট। এই ব্যাটারকে পুরোপুরি ঘরোয়া ক্রিকেটের পারফর্ম বিবেচনায় দলে রাখা হয়েছে। গেল বিগ ব্যাশ লিগে টুর্নামেন্টসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শর্ট। ইনজুরিতে পড়া লেগস্পিনার তানভীর সংঘর সঙ্গে প্রতিযোগিতা করে অস্ট্রেলিয়ার রিজার্ভ বেঞ্চে জায়গা পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার , অ্যাডাম জাম্পা।
ট্রাভেলিং রিজার্ভ: জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ও ম্যাথিউ শট