অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৫ পরিবর্তন, নতুন এলেন কারা?

স্পোর্টস ডেস্ক:

জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স থাকছেন না সেটা আগেই জানিয়ে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও তাদের বদলে কারা আসবেন, তা বলা হয়নি। জটিলতা অন্যদিক থেকেও ছিল। দুই নির্ভরযোগ্য অলরাউন্ডারের মাঝে মিচেল মার্শের ইনজুরিটা তাকে খেলতে দিচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। মার্কাস স্টয়নিসে ছিল ভরসা। আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও।

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলের পরিবর্তন এখানেই থামেনি। একেবারে শেষ সময়ে এসে নিজেকে সরিয়ে নেন আরেক পেদার মিচেল স্টার্কও। সময়ের অন্যতম সেরা এই পেসার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। যার ফলে অজিদের বিখ্যাত পেসত্রয়ী স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডের প্রত্যেকেই বাদ রইলেন এই আসর থেকে।

অন্তিম সময়ে তাই নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্স না থাকায় অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন স্টিভেন স্মিথ। দলে আনা হয়েছে পাঁচ পরিবর্তন। শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানভীর সঙ্ঘ ডাক পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।

আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও অধিনায়ক হিসেবে আছেন স্মিথ। মিচেল মার্শের বিকল্প হিসেবে টপ অর্ডারে দেখা যেতে পারে ফ্রেজার ম্যাকগার্ককে। স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি এবং শন অ্যাবটকে সামাল দিতে হবে পেস বিভাগ। স্পিনে অ্যাডাম জাম্পার সঙ্গী হবেন তানভীর সঙ্ঘ।

টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। সেদিন তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচ ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।

স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সঙ্ঘ ও অ্যাডাম জাম্পা।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় গঠিত
পরবর্তী নিবন্ধইংলিশদের ধবলধোলাইয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে ভারত