‘জমজ ৮’ নাটকের শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়ায় অভিনেতা মোশাররফ করিমকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আশঙ্কামুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। হঠাৎ পেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে।
এ ব্যাপারে নাটকটির সার্বিক তত্ত্বাবধানে থাকা অরণ্য পাশা বলেন, পুবাইলে নাটকটির শেষ অংশের শুটিং চলছিল। মঙ্গলবার রাতে মোশাররফ করিম ভাই একটু দেরি করেই শুটিং সেটে এসে উপস্থিত হন। এরপর রাত ১ টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। মোশাররফ ভাইয়ের শারীরিক অবস্থা দেখে শুটিং ইউটিনিটের সবাই ঘাবড়ে যায়। দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, রাত ২টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ প্রেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে। এখন তিনি আশঙ্কা মুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। মোশাররফ করিম অসুস্থ হবার কারণে এরই মধ্যে ঈদের আগে তার সমস্ত শুটিং বন্ধ করা হয়েছে।‘জমজ ৮’ রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটি পরিচালনায় আজাদ কালাম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমি, শাওনসহ আরো। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ঈদের ৩য় দিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি দেখানোর কথা রয়েছে।