অর্থবছর পরিবর্তনের চিন্তা ভাবনা চলছে:অর্থমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক:
দেশের অর্থবছর পরিবর্তনের চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমানে জুলাই থেকে জুন মাস পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়।

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে অর্থবছর হিসাব করা হয় জুলাই থেকে জুন পর্যন্ত। তবে সরকারের সামনে দুটি প্রস্তাবনা রয়েছে। একটি এপ্রিল থেকে মার্চ এবং আরেকটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাস।

অবশ্য বেশিরভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অর্থবছর ঘোষণার পক্ষে মত দিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী।

এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেও ডিসেম্বর থেকে জানুয়ারি অর্থবছর ঘোষণার জন্য দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনীলফামারীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২
পরবর্তী নিবন্ধপুলিশ বাহিনীকে ধন্যবাদ জানানো উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী