অর্থনীতির চালিকাশক্তি হিসেবে এসএমই খাতের গুরুত্ব অপরিসীম

নিজস্ব ডেস্ক:

ক্রমবর্ধমান অর্থনীতির চালিকাশক্তি হিসেবে এসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বকে অনুধাবন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এসএমই খাতের উন্নয়নে ‘‘ডিএসই এসএমই প্ল্যাটফর্ম” তৈরি করে। এতে স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান ডিএসইতে তালিকাভুক্তির মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের যেমন সুযোগ পাবে তেমনি দেশের অর্থনীতি তথা পুঁজিবাজার আরও গতিশীল হবে।

আজ ডিএসই এসএমই প্লাটফর্মে লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার ড. মিজানুর রহমান৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এসএমই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন ড. মোঃ মাসুদুর রহমান৷

অনুষ্ঠানের সভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ইউনুসুর রহমান৷

আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিএসইসি’র নির্বাহী পরিচালকবৃন্দ, ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সিডিবিএল ও সিসিবিএল এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও এসএমই উদ্যোক্তা, চেম্বার প্রতিনিধি, মার্চেন্ট ব্যাংক ও এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিবৃন্দ, এসএমই বোর্ডে নতুন তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা৷

বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহীসোপানে প্রবেশ করেছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও জিডিপির প্রবৃদ্ধি আজ সাড়া বিশ্বের কাছে অনুকরণীয়। যে কোন দেশের অর্থনীতি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থ সামাজিক প্রবৃদ্ধি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বা এসএমই খাত। এসএমই খাত কারিগরি উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানী প্রবৃদ্ধি, শিল্পায়ন ও দারিদ্র বিমোচনে বড় ধরনের ভূমিকা রাখে। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশে বিপুল সংখ্যক স্বল্পমূলধনী ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে৷ এই শ্রেণীর অন্তর্ভুক্ত অনেক কোম্পানি ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণের সুযোগ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অর্থায়নের অভাবে তা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। স্বল্পমূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণের সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ৷

এসএমই মার্কেট পুরোপুরি চালু হলে বাংলাদেশের পুঁজিবাজার এক নতুন উচ্চতায় পৌঁছবে৷ বর্তমানে আরজেএসসি’র সঙ্গে নিবন্ধনকৃত প্রায় লক্ষাধিক কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মূলধন সংগ্রহের জন্য পুঁজিবাজার হতে পারে একটি বৃহত মাধ্যম। ডিএসই এসএমই প্ল্যাটফর্মের লেনদেন চালুর মাধ্যমে দেশের এসএমই খাতভূক্ত প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তি সুযোগের মাধ্যমে ডিএসই তথা দেশের পুঁজিবাজারে একটি নতুন মাত্রা সংযোজিত হলো। যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

 

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট
পরবর্তী নিবন্ধচীনের সহায়তায় বড় প্রকল্পে অগ্রগতি: রাষ্ট্রদূত