অমিত মুহুরী খুনের ঘটনায় চমেকে ভাঙচুর

এম.এইচ.সোহেল, চট্টগ্রাম :
অমিত মুহুরীর খুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ২৮ নাম্বার
ওয়ার্ডে হামলা চালিয়েছে একদল যুবক। বুধবার রাত ২ টার কিছু সময় পরে চমেক
হাসপাতালের ২৮ নাম্বার নিউরোসার্জারী বিভাগে হামলা চালায় তারা।
এসময় হামলাকারীরা নিউরোসার্জারী বিভাগের কেসি গেইট ভেঙ্গে ফেলে। বিষয়টি
নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।  তিনি
বলেন, ‘রাত দুটার দিকে অতর্কিত কিছু যুবক ২৮ নাম্বার ওয়ার্ডে হামলা করে৷ এসময়
তারা এই ওয়ার্ডের কেসি গেইট ভেঙ্গে ফেলে। এছাড়া হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়।
তবে হামলাকারীদের পরিচয় কি এই ব্যাপারে কোন তথ্য জানাতে পারেন নি জহিরুল হক
ভূঁইয়া।
এদিকে ঘটনা সামাল দিতে সিএমপির দুই শতাধিক পুলিশ সদস্য হাসপাতালে পৌঁছেছে।
উল্লেখ্য রাত সাড়ে ১২ টার দিকে অমিত মুহুরীকে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে
গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে
কারারক্ষীরা।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ২৮ নং ওয়ার্ডে পাঠিয়ে দেন। পরে রাত
১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত অমিত মুহুরী কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ
সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী। একটি খুনের মামলায় গ্রেফতার হয়ে
কারাগারে ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাগারে সন্ত্রাসী অমিত মুহুরী খুন