অমিতাভ রেজা এখন খণ্ডকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

 

অমিতাভ রেজা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

পপুলার২৪নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এবং টেলিভিশন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এ তথ্য নিজেই জানিয়েছেন অমিতাভ রেজা।

নিজের ফেসবুক পাতায় অমিতাভ রেজা লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার হয় নাই, কিন্তু ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ছেলেমেয়েদের আমার ১৭ বছরের কাজের অভিজ্ঞতার কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারি, সেটাই যথেষ্ট হবে। সিনেমা বানানো থেকে সিনেমা নিয়ে কথা বলতেই বেশি ভালো লাগে।’

সম্প্রতি ‘আয়নাবাজি’চলচ্চিত্র পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। ‘আয়নাবাজি’ ছবির পর অমিতাভ রেজা চৌধুরী ‘রিকশা গার্ল’ নামে নতুন একটি ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। গেলো ঈদে ‘মার্চ মাসে শুটিং’ নামের একটি খন্ড নাটক পরিচালনা করে টিভি দর্শকের কাছে প্রশংসা কুড়িয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভেঙে গেলো বিয়ে, কনে ভাসমান মানুষদের খাওয়ালেন ২৪ লাখ টাকার খাবার
পরবর্তী নিবন্ধবয়সে ছোট প্রেমিক পছন্দ ঐশ্বরিয়ার!