অভিষেকেই কিংবদন্তি সেরেনার বিদায়ঘণ্টা বাজালেন হারমনি

স্পোর্টস ডেস্ক : উইম্বলডনের প্রথম রাউন্ডেই অঘটন ঘটালেন ফ্রান্সের অবাছাই টেনিস খেলোয়াড় হারমনি টান। নারী এককের প্রথম রাউন্ডেই কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দিয়েছেন হারমনি। প্রায় এক বছর পর কোর্টে ফিরে প্রথম রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজলো সেরেনার।

অথচ ১৯৯৫ সালে সেরেনার পেশাদার ক্যারিয়ার শুরুর দুই বছর পর জন্ম হয়েছে হারমনির। টেনিস খেলোয়াড় হিসেবে বড় হওয়ার পথে সেরেনাকে আইডল মেনেই ক্যারিয়ার গড়েছেন ২৪ বছর বয়সী এ তরুণী। সেই তিনিই অভিষেকে হারিয়ে দিলেন সেরেনাকে।

মঙ্গলবার রাতে উইম্বলডনের সেন্টার কোর্টে সেরেনাকে ৭-৫, ১-৬ ও ৭(১০)-৬(৭) সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন হারমনি। প্রায় তিন ঘণ্টা ১০ মিনিট ধরে চলা এ লড়াইয়ে একের পর এক ভুল করেছেন সেরেনা। পুরো ম্যাচে অন্তত ২১টি আনফোর্সড এরর হয়েছে তার।

আগামী সেপ্টেম্বরে ৪১ ছুঁয়ে ফেলবে বয়সের কাঁটা। এবার উইম্বলডনেও বিদায়ঘণ্টা বাজলো প্রথম রাউন্ড থেকে। তাহলে কি ক্যারিয়ারের শেষে বাঁশি শুনতে পাচ্ছেন সেরেনা? মঙ্গলবার হারের পর স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন রাখা হয় এ কিংবদন্তির কাছে।

উত্তরে সেরেনা বলেছেন, ‘এই প্রশ্নের উত্তর আসলে আমি জানি না। আমি আসলেই জানি না। কে জানে তাও জানি না। আমি বলতে পারছি না কোথায় খেলবো, কখন খেলবো। আপাতত আমি এখনের সময় নিয়েই ভাবছি। নিজে কেমন অনুভব করছি সেটিই বড় বিষয়।’

অন্যদিকে সেরেনাকে হারিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হারমনি, ‘স্বপ্নের মতো লাগছে। ছোটবেলায় তাকে টিভিতে দেখেছি। আমার কোচ ২০ বছর আগে তার সঙ্গে খেলেছে। সে (সেরেনা) কিংবদন্তি। ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী কারও মুখোমুখি হলে ভয় লাগবেই। কোর্টে নামার পর আমিও ভীত ছিলাম। কিন্তু জিততে পেরে ভালো লাগছে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তাবিত বাজেট দেশীয় লিফট উৎপাদন শিল্প বিকাশের পথ সুগম করবে
পরবর্তী নিবন্ধবিবিসি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন ভন