চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি

পপুলার২৪নিউজ ডেস্ক:
ম্যাচটি ছিল চিলির অভিজ্ঞতা বনাম জার্মানির তারুণ্যের। তাতে জয় হয়েছে তারুণ্যের। চিলির মার্সেলো দিয়াজের মারাত্মক ভুলে ম্যাচের ২০ মিনিটে খেলার ধারার বিরুদ্ধে গোল পেয়ে যায় জার্মানি।

চিলির বক্সে দিয়াজের ভুলে বল পেয়ে যান জার্মানির ফরোয়ার্ড টিমো ওয়ার্নার। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। এমন সুযোগ কেউ কি হাতছাড়া করে?

লিপজিগের স্ট্রাইকার ওয়ার্নারের স্কোয়ার পাসে মিডফিল্ডার লারস স্টিনডল হার মানান চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোকে। শেষ পর্যন্ত ওই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রবিবাসরীয় ফাইনালে জার্মানি ১-০ ব্যবধানে চিলিকে হারিয়ে কনফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রথমার্ধে ভালো খেলেও দুর্ভাগ্যজনকভাবে গোল পায়নি চিলি। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা শরীরসর্বস্ব হয়ে ওঠে। মৃদু ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন দু’দলের খেলোয়াড়রা।

এ সময় রেফারিকে সাতবার হলুদ কার্ড দেখাতে হয়। বল দখলে এগিয়ে থাকা সত্ত্বেও চিলির ফরোয়ার্ডরা পেরোতে পারেননি জার্মানদের সাদা ঢেউয়ের বাধা। এই আসরে জার্মানির এটি প্রথম শিরোপা জয়।

পূর্ববর্তী নিবন্ধসরাইলে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধকাতারকে আরো ৪৮ ঘণ্টা সময় দিল সৌদি