পপুলার২৪নিউজ ডেস্ক :
ভারতের তেলেঙ্গানা রাজ্যে অভাবের তাড়নায় মাত্র পাঁচ হাজার রুপির বিনিময়ে জন্মের দুদিনের মাথায় নবজাতককে বিক্রি করেছেন এক মা।
রাজ্যের খাম্মাম জেলার এক হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীর সাহায্য নিয়ে সন্তানকে বিক্রি করেন ওই মা। খবর পিটিআই। তবে ওই নবজাতককে কেনার পরপরই আবার হাসপাতালে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যান শিশুটির ক্রয়কারী নারী। বর্তমানে শিশুটিকে সরকারি হেফাজতে রাখা হয়েছে।
খাম্মাম জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তা পি ভি গণেশ জানান, গত শুক্রবার জন্ম নেয় শিশুটি। ওই নারীর ষষ্ঠ সন্তান এটি। শিশুটিকে কিনেছেন ভদ্রচালাম শহরের এক নারী।
পুলিশের আরেক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, পাঁচ হাজার রুপির বিনিময়ে সন্তানকে বিক্রি করেন ওই নারী। আর্থিক সংকটের কারণেই এমনটি করেছেন বলে জানিয়েছেন তিনি।
নবজাতকের মা জানিয়েছেন, তাঁর চার মেয়ে ও এক ছেলে। স্বামী একজন মাতাল। রিকশা চালিয়ে সামান্য যা আয় করেন, তা পুরোটাই ওড়ান মদের পেছনে। এদিকে কেনার পর নবজাতকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া নারী বলেন, শিশুটির চিকিৎসার জন্য ওই পাঁচ হাজার রুপি দিয়েছিলেন তিনি।