অবৈধভাবে সিম বিতরণ : গ্রামীণফোনের কর্মকর্তাসহ গ্রেফতার ২

বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে সিম (SIM) বিতরণের অভিযোগে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমানসহ প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণে অবৈধ সিম উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার দুপুর ১২টায় কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ হত্যায় সাইফুলের মৃত্যুদণ্ড বহাল
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার চেয়ে রিটের শুনানি আজ