স্পোর্টস ডেস্ক : অবসর নিচ্ছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা! বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে পরাজয়ের পরই এই ঘোষণা দিয়েছেন টেনিস সুন্দরী।
গত বছরই টেনিস কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন সানিয়া মির্জা। মা হওয়ার পর প্রায় দুই বছর খেলাধুলা থেকে দূরে ছিলেন তিনি। কিন্ত প্রত্যাবর্তনটা মনের মত হল না তার। সেই কারণেই টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা।
সানিয়া জানিয়েছেন, ২০২২ এর মৌসুমই তার জন্য শেষ। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা ডাবলসের প্রথম রাউন্ডে হারের পর এই তথ্য জানান তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হারের মুখে পড়েন সানিয়া ও তার ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচনোক। তারা স্লোভেনিয়ার তামারা জিদানসেক এবং কাজা জুভানের কাছে এক ঘন্টা ৩৭ মিনিটে পরাজিত হন, খেলার ফল ছিল ৪-৬, ৬-৭(৫)।
তবে এখনই অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিচ্ছেন না সানিয়া। এবার আমেরিকার রাজীব রামের সাথে এই গ্র্যান্ড স্লামের মিক্সড ডাবলসে অংশ নেবেন তিনি।
ম্যাচে হেরে সানিয়া মির্জা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমার শেষ মৌসুম। আমি এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে খেলছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা জানি না। তবে আমি পুরো মৌসুমেই থাকতে চাই।’
সানিয়া ভারতের ইতিহাসে সবচেয়ে সফল মহিলা টেনিস খেলোয়াড়। মহিলাদের ডাবলসে এক নম্বর র্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি। ক্যারিয়ারে ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এর মধ্যে তিনটি শিরোপা জিতেছে মহিলাদের ডাবলসে, তিনটি মিক্সড ডাবলসে।
মিক্সড ডাবলসে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন সানিয়া মির্জা। এছাড়া মহিলাদের ডাবলসে ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি।
২০১৩ সালে সানিয়া সিঙ্গেলস খেলা ছেড়ে দেন। তারপর থেকে তিনি কেবল ডাবলসে খেলছিলেন। যদিও সিঙ্গেলস খেলেও সানিয়া অনেক সাফল্য পেয়েছিলেন। এখানে তার ক্যারিয়ার সেরা র্যাংকিং ২৭তম।
সানিয়া মির্জা প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন। ২০১৫ সালে, সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি বেঁধে টানা ৪৪টি ম্যাচ জিতেছিলেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো ইভেন্টেও পদক জিতেছেন তিনি।
২০১৮ সালে ছেলের জন্মের পর টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন সানিয়া মির্জা। এরপর দুই বছর পর ফিরে আসেন। ফিরে আসার জন্য সানিয়া তার ওজন প্রায় ২৬ কেজি কমিয়েছিলেন।
প্রত্যাবর্তনের পর ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সাথে হোবার্ট ইন্টারন্যাশনাল-এ মহিলাদের ডাবলসের শিরোপা জিতেছিলেন সানিয়া।