অবশেষে বরখাস্ত ডিআইজি মিজান

 নিজস্ব প্রতিবেদক:অবশেষে পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

ডিআইজি মিজানুর রহমানের বরখাস্তের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার তিন কোটি ৭ লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানসহ আরও ৩ জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বাকি তিন আসামি হলেন – মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মো. মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

এ মামলার পরপরই আসামিরা গা ঢাকা দিয়েছেন।

২০১৮ সালের ৩ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানকে প্রথম জিজ্ঞাসাবাদ করে দুদক।

প্রথমে ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। পরবর্তীতে এই তদন্তের দায়িত্ব পান এনামুল। পরে গত ১২ জুন অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ পান দুদকের আরেক পরিচালক মো. মঞ্জুর মোরশেদ।

পূর্ববর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে ট্রাকচাপায় কনস্টেবল নিহত
পরবর্তী নিবন্ধতদন্তে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: রেলমন্ত্রী