অবরোধসহ চার দিনের নতুন কর্মসূচি দিল এলডিপি

নিজস্ব প্রতিবেদক:

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনি তফশিল বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বৃহস্পতি, শুক্র ও শনিবার গণসংযোগ করবে দলটি। এ ছাড়া রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই দল।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ এ নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, গণসংযোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ভাগাভাগি ও ভাগাভাগি নির্বাচন সবাই বর্জন করুন। এই নির্বাচনে সরকারকে অসহযোগিতা করুণ। দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে একতরফা নির্বাচন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। ভোট বর্জনকারী রাজনৈতিক দলগুলোকে সবাই সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআমানসহ বিএনপির ২১৩ নেতাকর্মীর বিচার শুরু
পরবর্তী নিবন্ধজয়ী হলে ঢাকা-১০ আসনকে বঙ্গবন্ধুর জন্য উৎসর্গ করব : ফেরদৌস