অপরাজেয় যাত্রা থামল ম্যানসিটির, তবু…

পপুলার২৪নিউজ ডেস্ক :

ঘরের মাঠে উড়েই চলছিল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে টানা ১২ ম্যাচ অপরাজিত ছিল দলটি। নিজভূমেহারতে ভুলেই গিয়েছিল ম্যানসিটি। এবার দলটিকে হারের স্বাদ দিলপুচকে বাসেল। ফিরতি পর্বে সিটিকে ২-১ গোলে হারিয়েছে দলটি।

তবু ইউরোপ সেরা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠতে সমস্যা হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে পরের রাউন্ডে উঠেছেন তারা। বাসেলের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে জিতেছিল ম্যানসিটি।

বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটিকে টপকে কোয়ার্টারে খেলতে হলে অভাবনীয়, অবর্ণনীয় কিছু করে দেখাতে হতো বাসেলকে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে হোম গ্রাউন্ডে ৪ গোল খেয়ে পরের রাউন্ডে যেতে পারেনি কোনো দল। তা-ই করে দেখাতে হতো সুইস ফুটবল ক্লাবটিকে।

এমন ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বাসেল। ৮ মিনিটে বের্নার্দো সিলভার ক্রস ধরে আলতো টোকায় তাদের জালে বল জড়ান গ্যাব্রিয়েল জেসুস। এ নিয়ে চলতি বছর একাদশে নেমেই গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় অতিথিরা। ফলও আসে হাতেনাতে। ১৭ মিনিটে জোরালো ভলিতে ক্লাউদিও ব্রাভোকে পরাস্ত করেন মোহাম্মদ এলাওনৌসি।

সমতায় ফেরার পর দুই দলের চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে পরে এগিয়ে যায় বাসেল। ৭১ মিনিটে বজ্রগতির শটে বল ঠিকানায় পাঠান মাইকেল ল্যান।

এতে হতাশা বাড়ে সিটি সমর্থকদের। এর পর খেলায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের গোলমুখ খেলতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাসেল। জয় পেলেও দুই লেগ মিলিয়ে পিছিয়ে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

আর এ নিয়ে সবচেয়ে মর্যাদার ক্লাব প্রতিযোগিতায় নিজেদের টানা ১২ ম্যাচ অজেয় থাকার পর হারের কটূ স্বাদ পেল সিটি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় বৌদ্ধদের সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধএস্প্যানিওলকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা