অনুশীলন শুরু করেছেন টেম্বা বাভুমা

স্পোর্টস ডেস্ক : দলের অধিনায়ক তিনি। কিন্তু বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না টেম্বা বাভুমার। বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯ ম্যাচের সাতটিতে খেলেছেন তিনি। অথচ একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি, এমনকি কাছাকাছিও যেতে পারেননি।

সাত ইনিংসে বাভুমার সর্বোচ্চ রান ৩৫। অথচ বিশ্বকাপের আগে ৯ ইনিংসের তিনটিতেই করেছিলেন সেঞ্চুরি। একটাতে অপরাজিত ৯০। অন্য এক ম্যাচে হাফ সেঞ্চুরি পার হয়েছিলেন। আর এক ম্যাচে হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন।

গত ১০ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন বাভুমা। এখনো ইনজুরি মুক্ত হননি প্রোটিয়া অধিনায়ক। ফলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা জাগলেও এখন সেখানে একটু আশার আলো দেখতে পাচ্ছে দলটি। কেননা এরই মধ্যে বাভুমা অনুশীলনে নেমেছেন। সোমবার ইডেন গার্ডেনসে আধাঘন্টারও বেশি সময় ঐচ্ছিক অনুশীলন করেছেন তিনি।

স্টেডিয়ামে বেশ কিছু সময় দৌড়েছেন। ফিজিওথেরাপিস্টের অধীনে কিছু ফিটনেস টেস্ট দিয়েছেন। দৌড়ানোর সময় বাভুমা কোনোরূপ অস্বস্তি বোধ করেননি। পরে শ্যাডো ব্যাটিংও করেছেন তিনি। একটা স্ট্যাম্প সাজিয়ে নেটেও ব্যাট করেছেন। শুধু স্বাভাবিক ব্যাটিং নয়, ডাউন দ্য ট্রাকে ব্যাট চালিয়েছেন।

পরবর্তীতে বাভুমা সম্পর্কে দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল টিম এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭২ ঘন্টায় বাভুমার অবস্থার যথেষ্ঠ উন্নতি হয়েছে। আগামী বৃহষ্পতিবার তিনি যেনো খেলার মতো উপযুক্ত অবস্থায় পৌঁছাতে পারেন সে ব্যাপারে আমরা অব্যাহত চেষ্টা করে যাব।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বাভুমা। ইনজুরিটা বেশ মারাত্মক হওয়ায় ম্যাচ শুরুর মাত্র নবম বল পর্যন্ত মাঠে ছিলেন তিনি। পরবর্তীতে মাঠে ফিরলেও মিড অফে ফিল্ডিং করে সময় পার করেছেন।

শেষ পর্যন্ত বাভুমা যদি সেমিফাইনালে না খেলতে পারেন তাহলে সম্ভবত এইডেন মার্করাম দলকে নেতৃত্ব দেবেন। ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষেও বাভুমার অনুপস্থিতিতে মার্করাম অধিনায়কত্ব করেছিলেন। বাভুমা না খেললে স্বাভাবিকভাবে দলে একটা পরিবর্তন আসবে। রেজা হেনড্রিকস তখন ইনিংসের গোড়াপাত্তন করতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধ৪ বছরে বাবর কিচ্ছু শিখতে পারেনি: শহীদ আফ্রিদি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র