অনুপ্রবেশকারীদের তালিকা করেছে আওয়ামী লী‌গ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আওয়ামী লী‌গের বিভিন্ন পর্যায়ের কমিটিতে যেন বিত‌র্কিত ও অনুপ্রবেশকারীরা স্থান না পান, সেজন্য তা‌দের তা‌লিকা ক‌রে‌ছে দল‌টি। এই তালিকা কেন্দ্র থেকে শুরু করে জেলা-উপজেলায় পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপু‌রে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তি‌নি ব‌লেন, ‘বিতর্কিত কোনও ব্যক্তি যেন বি‌ভিন্ন পর্যা‌য়ের সম্মেলনে কমিটিতে স্থান করে নিতে না পারেন, সেজন্য আমরা সতর্ক রয়েছি। নেতাকর্মীদের সেভাবে দিকনির্দেশনা দেওয়া আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দলের সভাপতি তার নিজস্ব কিছু লোক, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং অন্যান্য সূত্রে খোঁজ নি‌য়ে একটি তালিকা করেছেন। সেই তালিকা পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছেন। আমরা এই ব্যাপারে সতর্ক। যেন সেই তালিকায় থাকা বিতর্কিত ও অনুপ্রবেশকারী কাউন্সিলে কোনও ধরনের জায়গা না পান।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিভিন্ন জেলা ও দলের সহযোগী সংগঠনগুলোকে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এ সংক্রান্ত একটি সার্কুলারও সবার কাছে যাবে। গঠনতন্ত্রে যেভাবে কমিটি করার দিকনির্দেশনা আছে, সে অনুযায়ী কমিটি করতে হবে।’

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন—দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, আইন সম্পাদক শ ম রেজাউল করিম, ধর্মবিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচাঁদার টাকা হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠাতেন কাউন্সিলর ময়নুল
পরবর্তী নিবন্ধ২৮ নভেম্বর থেকে চালু হবে ই-পাসপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী