অনশন ভাঙলেন ইবতেদায়ি শিক্ষকরা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে থাকা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকরা তাদের অনশন প্রত্যাহার করেছেন। শিক্ষা সচিব মো. আলমগীর হোসেনের (কারিগরি ও মাদ্রাসা) আশ্বাসে মঙ্গলবার শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এই আশ্বাসের ফলে জাতীয় প্রেসক্লাবের সামনে আট দিন ধরে চলা আমরণ অনশন কর্মসূচির অবসান হল।

দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান দাবি মানার আশ্বাস পাওয়ার কথা জানান।

এর আগে রোববার শিক্ষামন্ত্রীর সঙ্গে তিন দফা বৈঠকে বসলেও তার ‘আশ্বাসে’ সাড়া দেননি ইবতেদায়ি শিক্ষকরা।

প্রাথমিক বিদ্যালয়ের মতো এ মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে আসছেন শিক্ষকরা।

জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেন শিক্ষকরা। এর আট দিন পর আমরণ অনশনে রূপ নেয় শিক্ষক সমিতির আন্দোলন।

উল্লেখ্য, এর আগে নন-এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামেন। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যান তারা।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
পরবর্তী নিবন্ধঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট