অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংকের ৯৫৮ তম ধনবাড়ী শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক : ব্যাংকিং সেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাতে অগ্রণী ব্যাংক লিমিটেড, ধনবাড়ী শাখা নামে ব্যাংকের ৯৫৮ তম নতুন শাখা উদ্বোধন করা হয়।

অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রনালয়, ড.মোঃ আব্দুর রাজ্জাক (এম,পি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান,মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দীন আহাম্মদ চৌধূরী এবং আলহাজ্ব মোঃ হারুনার রশিদ হীরা, চেয়ারম্যান, ধনবাড়ী উপজেলা পরিষদ, আরিফা সিদ্দিকা ,উপজেলা নির্বাহী অফিসার, আলহাজ্ব বদিউল আলম মঞ্জু, সভাপতি উপজেলা আওয়ামী লীগ এবং মীর ফারুক আহমাদ, সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন,মেয়র ধনবাড়ী পৌরসভা।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এম,পি.তার বক্তব্যে ধনবাড়ীতে অগ্রণী ব্যাংকের নতুন শাখা স্থাপন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অত্র এলাকার সকল জনসাধারন কে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেন এবং তিনি নিজে উক্ত শাখা পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করেন, উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ সার্কেলের সম্মানীত মহাব্যবস্থাপক সফিকুর রহমান সাদিক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ আবু হাসান তালুকদার, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল।

পূর্ববর্তী নিবন্ধপ্রখর সূর্যতাপে ফোসকার কারণ হতে পারে হ্যান্ডস্যানিটাইজার
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে বন্যায় অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ