অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মাশরাফির

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে অধিনায়ক মাশরাফি মুর্তজার শেষ হিসেবে দেখছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফিও একই কথা জানালেন। বললেন, এটাই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। অর্থাৎ, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়েই শেষ হবে অধিনায়ক মাশরাফি অধ্যায়। তবে খেলা চালিয়ে যাবেন তিনি।

সিরিজটি বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে। তারপরও মাশরাফির এ ঘোষণা নতুন মাত্রা যোগ করলো শেষ ওয়ানডেতে। দেশের সফলতম অধিনায়কের শেষ ম্যাচ জয়ে রাঙাতে মাঠে নামবেন ক্রিকেটাররা। পাকিস্তানে বাংলাদেশ একমাত্র ওয়ানডে খেলবে ১ এপ্রিল। এর আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হবে।

পরের অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে মাশরাফি বলেছেন, ‘এটা তো আমার হাতে না। কোনও খেলোয়াড় এই সিদ্ধান্ত নেবে না, বোর্ড নেবে। আমি যখন মুশফিকের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম, তখন তো সে এই সিদ্ধান্ত নেয়নি। দলে যে সিনিয়র খেলোয়াড়রা আছে, তারা সবাই অধিনায়কত্ব করার সামর্থ্য রাখে। তাদের সবার সঙ্গে আলোচনা করে যাকে ভালো মনে হয়, তাকে অধিনায়ক নির্বাচিত করতে পারে বিসিবি। কেউ কেউ অধিনায়কত্ব করেছেও। এখন দেখার বিষয় কাকে দেবে, সেটা বোর্ডের ব্যাপার।’

টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর তার হাতে দুই সংস্করণের মতো ওয়ানডের নেতৃত্বও উঠতে পারে তার হাতে। এই সময়ের মধ্যে কোনও তরুণ ক্রিকেটারকে অধিনায়কত্ব দেওয়া যায় কিনা প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চান, তবে আমি বলবো এই সিদ্ধান্ত বেশ কঠিন হবে দলের জন্য। বাংলাদেশের জন্য জার্সি পরে মাঠে নামাই একটা চাপ। তাছাড়া টেলিভিশন থাকে, দর্শকরা থাকে- এসব চাপ তো আছেই। তারপর আবার অধিনায়কত্ব করা তো অনেক চাপের। তারপরও যদি বোর্ড, নির্বাচকরা মনে করেন সে চাপ সামলাতে পারবে তাহলে কেন নয়? কিন্তু আমার মনে হয় যারা ১২ থেকে ১৪ বছর খেলেছে তারা জানে কীভাবে আপনাদের সামলাতে হয়, বাইরের চাপ নিতে পারে। তবে আমি অভিজ্ঞদের পক্ষে।’

মাশরাফি অধিনায়কত্ব ছাড়লে পাকিস্তানে কার নেতৃত্বে বাংলাদেশ একমাত্র ওয়ানডে খেলবে সেটা এখনও অজানা। তবে ডানহাতি পেসারকে রেখেই বুধবার দল ঘোষণা করেছিল বিসিবি। অধিনায়ক না থাকলেও সাধারণ খেলোয়াড় হিসেবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ৩৬ বছর বয়সী এ তারকা, ‘আমি এখন চ্যালেঞ্জ নিতে চাই সাধারণ খেলোয়াড় হিসেবে। সিনিয়র যারা আছে তাদের সহযোগিতা করতে চাই।’

টিম ম্যানেজমেন্টের সবাইকে ধন্যবাদ জানালেন মাশরাফি, ‘চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে খালেদ মাহমুদ এবং এখনকার কোচ রাসেল ডমিঙ্গো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না।’

মাশরাফির নেতৃত্বে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তার দুই বছর আগে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে তার দল। ২০১৪ সালের নভেম্বরে তৃতীয়বার বাংলাদেশের অধিনায়কত্ব পান মাশরাফি। তার নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৮৭টি, জয় ৪৯ ম্যাচে আর হার ৩৬টি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ২৮ ম্যাচে ১০টি জিতেছেন মাশরাফি। একটি টেস্টেই নেতৃত্ব দেন তিনি, ২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচটি জিতেছিল বাংলাদেশ।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলে প্রথম ওয়ানডে অধিনায়ক হিসেবে ৫০ জয়ের মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি। এ বিষয়ে তিনি বললেন, ‘মাইলফলক কোনও গুরুত্বপূর্ণ বিষয় না। বাংলাদেশের জয়টা যে কারও মাইলফলকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

অধিনায়ক হিসেবে সব ম্যাচ হারই ছিল মাশরাফির জন্য কষ্টের। তবে সবচেয়ে কষ্ট পেয়েছেন ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ১ রানে হারের পর, ‘আমার জন্য সবচেয়ে কষ্টের ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ১ রানের হার। ওইদিন হোটেলে ফিরে সবাইকে দেখে খুব কষ্ট লাগছিল আমার। তারপরও অনেক চ্যালেঞ্জিং সময় পার করেছি, গত বিশ্বকাপও ছিল। তবে অধিনায়ক হিসেবে পরিকল্পনা থাকে সব ম্যাচই জেতার। সেটা না হলে তো কষ্ট লাগে। তাই প্রত্যেকটা হারই আমার জন্য ছিল কষ্টের।’

মাশরাফি মনে কষ্ট নিয়ে শেষটা করুক, সেটা নিশ্চয় চান না তার সতীর্থরা। এজন্যই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অনেক অর্থবহ।

পূর্ববর্তী নিবন্ধমোদির আসা নিয়ে অস্থিরতা তৈরি হলে মোকাবেলা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধদুই মুক্তিযোদ্ধাকে মোটরাইজড হুইলচেয়ার দিলেন প্রধানমন্ত্রী