অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক:জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টানছেন মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় তাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোদ নিজেই এ ঘোষণা দিলেন তিনি। তবে এখনই অবসর নিচ্ছেন না ম্যাশ। খেলা চালিয়ে যাবেন তিনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকার ইচ্ছা পোষণ করেছেন মাশরাফি। সেই কথা জানিয়ে তিনি বলেন, অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ কাল। দীর্ঘ সময় আমার ওপর আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার নেতৃত্বে যারা দলে খেলেছে তাদের সবাইকে।

তিনি বলেন, গেল ৫-৬ বছরে এ যাত্রা সহজ ছিল না। টিম ম্যানেজমেন্ট যারা ছিলেন, যাদের অধীনে আমি খেলেছি কিংবা অধিনায়কত্ব করেছি, তারা সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। এর আগে দুই-তিন দফা নেতৃত্ব পেয়েছি আমি। কিন্তু ইনজুরির কারণে করতে পারিনি।

সংবাদ সম্মেলনে এসে মাশরাফি নিজের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ ঘোষণা করার সময়ই খোলাসা করে দিয়েছেন, সিদ্ধান্ত নেয়ার আগে তিনি কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেই তিনি প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করেন।

প্রেস কনফারেন্স রুমে প্রবেশ করার আগে মাশরাফিকে দেখা গেল উইকেটের মাঝে দাঁড়িয়ে অনেক্ষণ কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে কথা বলছেন। প্রায় ৭-৮ মিনিট। সঙ্গত কারণেই ভাবা হচ্ছিল যে, কোচের সঙ্গে আলাপ করেই হয়তো অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

কিন্তু মাশরাফি পরিষ্কার জানিয়ে দিলেন, কোচের সঙ্গে অবসর কিংবা অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আমি অবসরের সিদ্ধান্তটা হুট করেই নিয়েছি এবং সেটা বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে।’

কখন বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছেন, সেটাও জানান মাশরাফি। তিনি বলেন, ‘টিম বাসে ওঠার আগে, হোটেল থেকে মুঠোফোনে আমি পাপন ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি মনে করি, যেহেতু অধিনায়কের দায়িত্বটা সব সময় বোর্ড নির্ধারণ করে এবং বোর্ডই আমাকে অধিনায়কের গুরু দায়িত্ব দিয়েছিল। তাই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটাও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেই নিয়েছি এবং তাকেই সবার আগে জানিয়েছি।’

অধিনায়কত্ব শুরুর সময়টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার অধিনায়কত্ব শুরু হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে দিয়ে। এর আগেও পেয়েছিলাম; কিন্তু ইনজুরির কারণে সেভাবে করতে পারিনি। হাথুরুসিংহেকে দিয়েই শুরু এরপর খালেদ মাহমুদ সুজন, স্টিভ রোডস আর (রাসেল) ডোমিঙ্গো…, নির্বাচক ও বোর্ডের কর্মকর্তা যারা আছেন, বোর্ডের প্রতিটি স্টাফ, সবাইকে ধন্যবাদ সহযোহিতার জন্য। মিডিয়ার যারা আছেন, সবাই সহযোগিতা করেছেন। আপনাদের ধন্যবাদ জানাই। সবশেষে সমর্থকরা, যারা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। আপনাদের সমর্থন ছাড়া সম্ভব হতো না (এত দূর আসা)।’

এরপর সঙ্গে করে আনা লিখিত বক্তব্য পড়ে শোনান মাশরাফি, ‘আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে। শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য।’

টাইগারদের বিদায়ী ওডিআই অধিনায়ক যোগ করেন, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়ে আমি আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এতেও সেরাটা দেয়ার চেষ্টা করব। পরবর্তী অধিনায়কের জন্য আমার শুভকামনা রইল। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধদুই মুক্তিযোদ্ধাকে মোটরাইজড হুইলচেয়ার দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত