অতিরিক্ত ফি দিয়ে পছন্দমতো গাড়ির নম্বর নেয়া যাবে

নিজস্ব প্রতিবেদক: প্রচলিত রেজিস্ট্রেশন ফি’র দুই থেকে সাতগুণ পর্যন্ত অতিরিক্ত ফি দিয়ে পছন্দমতো মোটরযানের নম্বর নেয়ার সুযোগ করে দিয়েছে সরকার।

মঙ্গলবার (৯ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর অধীনে বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত এ আইনে ক্ষমতাবলে সরকার মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জিপের মালিকদের পছন্দমতো নম্বর দেয়ার ক্ষেত্রে ফি’র হার নির্ধারণ করে দিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন নম্বরের ছয়টি ডিজিট একই হলে (যেমন: ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র ছয়গুণ হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফি’র সাতগুণ।

রেজিস্ট্রেশন নম্বরের ছয়টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি হবে প্রচলিত ফি পাঁচগুণ। রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট একই হলে (যেমন: ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র চারগুণ হবে।

রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ১৩১৩, ১৫১৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র তিনগুণ হবে। রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দুটি করে ডিজিট একই হলে (যেমন: ০০১১, ০০২২) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির দ্বিগুণ হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মারা গেলেন আরেক চিকিৎসক
পরবর্তী নিবন্ধমৃত্যু যখন অবধারিত তাতে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী