অগ্রণী ব্যাংকে ‘অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান’ শীর্ষক আলোচনা

পপুলার২৪নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে মাসব্যাপী শোক পালনের অংশ হিসেবে ‘অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদান’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা ও বিশেষ দোয়া অদ্য ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। তড়ড়স ডবনরহধৎ এর মাধ্যমে উক্ত ভার্চুয়াল আলোচনায় অগ্রণী ব্যাংকের প্রায় তিন হাজার নির্বাহী ও কর্মকর্তা, যুক্ত ছিলেন। অনুষ্ঠানে ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী জাতির পিতা ও পরিবারের সদস্যবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ দোয়া পরিচলিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো: আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আলোচনা সভার উদ্বোধন ঘোষণা করেন। তিনি করোনা পরিস্থিতিতে এধরণের আয়োজন করে এত সংখ্যক ব্যাংকারকে সম্পৃক্ত করতে পারার জন্য অগ্রণী ব্যাংকের প্রশংসা করেন এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নন্দিত উদ্বাবন ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর জন্য ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলামের ভূয়সী প্রশংসা করেন। সেইসাথে করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে ব্যাংকারদের প্রশংসা করে তিনি ‘ব্যাংকারদের বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন অনুযায়ী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। তিনি অর্থনৈতিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ও তাঁর দূরদর্শী স্বপ্নের বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন ‘বঙ্গবন্ধু রাজনীতির মহাকবিই নন তিনি একজন মহান অর্থনীতিবিদ। এসময় বিশেষ আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের পরিচালক মাহমুদা বেগম, কাশেম হুমায়ুন, ড. মো. ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খন্দকার ফজলে রশিদ এবং যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পর্ষদের পর্যবেক্ষক লীলা রশীদ।

ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপণ করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তার বক্তব্যে মুজিব শতবর্ষ ও শোকাবহ আগস্ট মাসে ব্যাংকটির কার্যক্রম উল্লেখ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এজিএম রঞ্জন কুমার সরকার ও সিনিয়র অফিসার প্রীতি পাপিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকটির মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, সার্কেল সচিবালয়ের উপ- মহাব্যবস্থাপক এবং সহকারী মহাব্যবস্থাপক, অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা ও এডি শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ। এছাড়াও যুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক জিএম’স ক্লাব, এক্সিকিউটিভ ফোরাম, অফিসার সমিতি, কর্মচারী সংসদ (সিবিএ) এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রতিনিধিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধ৫ বছরের চুক্তিতে ম্যান সিটিতে যাচ্ছেন মেসি